মেডিভয়েস রিপোর্ট: ওষুধের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক রাখতেই বিভিন্ন খাতে ভ্যাট বৃদ্ধি করা হয়। তবে ওষুধের বিষয়ে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম। আশা করি অর্থ মন্ত্রণালয় তা বিবেচনা করবে।
নূরজাহান বেগম বলেন, ‘ওষুধে খুব কম পরিমাণ ভ্যাট আরোপ করার কথা বলা হয়েছিল। আমরা সে সময়ই আপত্তি করেছিলাম। কিন্তু যিনি অর্থ উপদেষ্টা তিনিতো সারা দেশের আর্থিক বিষয়টা দেখেন।
তিনি বলেন, আমরা যখন দায়িত্ব নিলাম তখন ডলারের অনেক সংকট ছিল। আমাদেরকে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়েছে। আগে আমরা দেখেছি আমরা স্বয়ংসম্পূর্ণ। আসলে আমরা স্বয়ংসম্পূর্ণ নই। তবে ওষুধের ভ্যাট প্রত্যাহার করা হবে আমার বিশ্বাস। কারণ আমরা কেবিনেটে এটা নিয়ে আলাপ করেছি।’
চিকিৎসা খাতে যেসব সঙ্কট আছে তা নিরসনে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যখাতে অনেকগুলো সংস্কারের বিষয় আছে। সংস্কার কমিটির প্রতিবেদন অনুযায়ী সেগুলো সংস্কার করা হবে।
এসময় উপদেষ্টা নূরজাহান বেগম আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে প্রায় সাড়ে ৪শ জন চোখ হারিয়েছে। আন্দোলনে যারা আহত, নিহত হয়েছেন কিংবা সেসময় যারা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিয়েছেন তাদের ত্যাগকে সবসময় মনে রাখারও আহ্বান জানাই।
এসএইসবি/এসএইচ