মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেল কলেজে শূন্য আসন পূরণের জন্য নতুন করে কোনো মাইগ্রেশন দেওয়া হবে না। আপাতত পোর্টাল খোলার ব্যাপারেও মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই।
আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক রুবীনা ইয়াসমিন বলেন, ‘এমবিবিএস ভর্তিতে বেসরকারি মেডিকেল কলেজে প্রায় ছয়শটি সিট খালি রয়েছে। তবে খালি সিটের জন্য আর কোনো মাইগ্রেশন দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘শূন্য আসন পূরণ করতে হলে পোর্টাল খুলতে হবে। আপাতত পোর্টাল খোলার ব্যাপারে আমরা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পাইনি।’
সরকারি মেডিকেল কলেজে শূন্য আসনের প্রশ্নে ডা. রুবীনা ইয়াসমিন বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটায় কিছু আসন শূন্য রয়েছে, আর দুয়েকটি কলেজে শূন্য আসন থাকতে পারে। যেসব বিদেশি শিক্ষার্থী তাদের দেশের সরকার ও বাংলাদেশের সরকারের পারস্পরিক চুক্তির (জি টু জি) আওতায় ভর্তি হবে, তাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রম আগামী ১৫ জুন পর্যন্ত চলবে। ভর্তি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।’
মুক্তিযোদ্ধা কোটার শূন্য আসন সাধারণ কোটার সঙ্গে যুক্ত করা হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তানদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তের পর শূন্য আসন বিষয়ে ভর্তি কমিটি সিদ্ধান্ত নেবে।’
টিআই/এনএআর/